সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
সিলনিউজ ডেস্ক:: নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে পরাজিত কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর ভাইসহ ৭ জন আহত হয়েছে। খবর পেয়ে সুধারাম থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার রাত ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সোনাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাড়িতে এ হামলা চালায় পরাজিত প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুর সমর্থকরা।
হামলায় আহতরা হলেন- সাব্বির (২৬), রিয়াজ (২২), হৃদয় (২০), ইসমাইল (৩০), রাহিম (২৮), মিলন (২৪) ও শান্ত (২৬)।
ফখরুদ্দিন মাহমুদ ফখরুল অভিযোগ করে বলেন, আমি তৃতীয়বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছি। অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুকে ১ হাজার ৮০০ ভোটে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হই। রাত ৮টার দিকে এলাকাবাসী আমাকে ফুলের মালা দিতে আমার বাড়িতে আসে। ওই সময় পরাজিত প্রার্থীর সমর্থক মাদক কারবারি সিএনজি কামালসহ দেড়শতাধিক সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা একটি পিকআপ, সাউন্ড বক্স, দুটি দোকানে ভাঙচুর চালায়। এ ঘটনায় আমার ভাইসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে পরাজিত প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার একাধিক অনুসারী সূত্রে জানা যায়, ফখরুদ্দিন কাউন্সিলরের বাড়িতে হামলার পর তার অনুসারীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এক সমর্থকের বাড়িতেও হামলা চালিয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনে পরাজয়ের জের ধরে পরাজিত কাউন্সিলর প্রার্থী ও তার অনুসারী সিএনজি কামালের নেতৃত্বে হামলার অভিযোগ করেছে ভুক্তভোগী কাউন্সিলর। এ ঘটনায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর কয়েক জন অনুসারী আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি