সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
স্পোর্টস ডেস্ক :: আরও একটি টেস্টে কি নেতৃত্ব দিতে দেখা যাবে বিরাট কোহলিকে? ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সে রকমই প্রস্তাব গিয়েছিল সদ্য প্রাক্তন হওয়া অধিনায়কের কাছে। বলা হয়েছিল, অধিনায়ক হিসেবে বিদায়ী টেস্ট খেলার সুযোগ তিনি চাইলে পেতে পারেন। কিন্তু কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
শুক্রবার প্রথমে কোচ রাহুল দ্রাবিড় এবং দলের বাকিদের নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন কোহলি। এরপর বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। তখনই বোর্ডের এক কর্তা কোহলিকে বলেন, তিনি চাইলে অধিনায়ক হিসেবে বিদায়ী টেস্ট খেলতে পারেন। কিন্তু কোহলি তাতে রাজি হননি বলেই জানা গেছে।
সেই টেস্টটি কোহলির শততম টেস্টও হবে। কোভিড পরিস্থিতিতে সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ আবার কোহলির আইপিএল-এর শহর বেঙ্গালুরুতেই হওয়ার কথা। ফলে সেই অর্থে বেঙ্গালুরু কোহলির নিজেরই শহর। সেখানেই কোহলিকে অধিনায়ক হিসেবে শেষ টেস্ট খেলার সুযোগ করে দিতে চেয়েছিল বোর্ড। কিন্তু কোহলি সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে জানা যায়।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি