সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ পরবর্তী ৯০ দিনে অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন না করে পরবর্তী ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে এই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। বগুড়া-১ ও যশোর-৭ আসনে উপনির্বাচনেও পরবর্তী ৯০ দিনে ভোট করেছে ইসি।
অশোক কুমার বলেন, সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি সভায়। আগের দুটিসহ ভোটের তফসিলের বিষয়ে পরবর্তী কমিশন সভায় সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন ১৩ জুন এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন ৯ জুলাই শূন্য ঘোষণা করা হয়েছে। ১২ সেপ্টেম্বর ও ৮ অক্টোবর প্রথম ৯০ দিন পার হবে এ দুটি উপ নির্বাচনের।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ৪ দফায় বলা হয়েছে- সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। তবে নির্বাচন কমিশনারের মতে কোনো দৈব-দূর্বিপাকের কারণে এ নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে।
এর আগে ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন ও ৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়।
এখন ২৮ সেপ্টেম্বর ও ১ নভেম্বরের মধ্যে নির্বাচন দুটি করতে হবে। পাবনা-৪ ও ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের তফসিল আগস্টের শেষে করার প্রস্তুতি নেয়া হবে বলে জানান ইসি কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি