সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: রাজধানীর সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়মের ঘটনায় গ্রেফতার প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত ও স্টোর কিপার শাহরিজ কবিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তাদেরকে মঙ্গলবার আদালতে তোলা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। তিনি বলেন, হাসনাত ও শাহরিজকে র্যা ব থানায় হস্তান্তর করেছে। দায়ের হওয়া মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ মামালার প্রধান আসামি সাহাবউদ্দিন মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে সোমবার রাতে র্যা ব গ্রেফতার করলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি।
এ বিষয়ে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, গ্রেফতারের পর কিছু প্রক্রিয়া আছে। সেগুলো শেষ হলে আজ বিকালের মধ্যে তাকে থানায় হস্তান্তর করা হবে।
ফয়সাল গুলশানের ওই হাসপাতালের চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের ছেলে। বনানীতে সাহাবউদ্দিনের মালিকানাধীন ‘সুইট ড্রীম’হোটেল থেকে সোমবার রাতে ফয়সালকে গ্রেফতার করা হয়।
করোনাভাইরাস মহামারীর মধ্যে রোববার ওই হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানানো হয় র্যা বের পক্ষ থেকে। তখনই হাসনাত ও শাহরিজকে গ্রেফতার করা হয়।
পরে সোমবার রাতে ফয়সাল, হাসনাত ও শাহরিজকে আসামি করে গুলশান থানায় মামলা করেন র্যা বের নায়েব সুবেদার ফজলুল বারী।
র্যা পিড কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা, পরীক্ষা ছাড়াই ভুয়া প্রতিবেদন দেয়া, সুস্থ রোগীকে ‘করোনাভাইরাস পজিটিভ’ দেখিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি