সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
অনলাইন ডেস্ক :: করোনামুক্ত হওয়ার পর মাঠে ফিরেই অবিশ্বাস্য ফিল্ডিং গ্লেন ম্যাক্সওয়েলের। অনেকটা দৌড়ে বাজপাখির মতো উড়ে বাঁ-হাত দিয়ে ছোঁ মেরে বল ধরলেন। ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ দেখে হতবাক মাঠে উপস্থিত সকল ক্রিকেটাররা। বিগ ব্যাশ লিগের ম্যাচে এমন অবিশ্বাস্য ক্যাচ ধরে শোরগোল ফেলে দিলেন ম্যাক্সওয়েল।
সাবেক অজি ক্রিকেটার ব্রেট লি বলেন, ‘বিগ ব্যাশ লিগের সেরা ক্যাচ। আমার জীবনে দেখা ক্রিকেটের অন্যতম সেরা ক্যাচ। অসাধারণ।’ অপর ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস বলেন, ‘বিগ ব্যাশ লিগের এখনও পর্যন্ত সেরা ক্যাচ। এ রকম ক্যাচ খুব কম হয়। যে ভাবে সে ক্যাচ ধরল তা অনস্বীকার্য।’
বিগ ব্যাশ লিগে এটি ছিল ম্যাক্সওয়েলের ৫১ তম ক্যাচ। ৩৩ বছরের গ্লেন ম্যাক্সওয়েল বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে পরিচিত। ক্যারিয়ারে অনেক অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন। তবে এই ক্যাচটা তার জীবনের সেরার তালিকায় সবার উপরে থাকতে বাধ্য।
ম্যাক্সওয়েলের এই ক্যাচ মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আইপিএলে অজি অলরাউন্ডারকে রিটেনড করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। গত আইপিএলে আরসিবির হয়ে দুর্দান্ত পারফর্ম করেন গ্লেন ম্যাক্সওয়েল।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি