নগরীতে বাড়ছে কিশোর ছিনতাইকারীদের সংখ্যা; গ্রেফতার ৪

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

নগরীতে বাড়ছে কিশোর ছিনতাইকারীদের সংখ্যা; গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে বাড়ছে কিশোর ছিনতাইকারীদের উৎপাত । সন্ধ্যা নামার পর থেকে বাড়তে থাকে কিশোর ছিনতইকারীদের আনাগোনা। নগরী ও শহরতলীর বিভিন্ন পয়েন্টে গ্রুপ করে বসে থাকে । সুযোগ পেলেই অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে পালিয়ে যায় এই কিশোর গ্যাং এর ছিনতাইকারীরা। এবার নগরীতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৪ কিশোর ছিনতাইকারীকে গ্রেফতার ও ধারালো চাকু উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ২০ জুলাই এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানাধীন সারদা হলের সামন থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা এলাকার মৃত কাফিউল ইসলামের ছেলে মো.শাহিদুল ইসলাম (১৯), হবিগঞ্জের বাহুবল থানার খাগাউড়া ,পানিউন্দা এলাকার খালিক ইসলামের ছেলে জুয়েল আহমদ (১৮), সিলেটের জালালাবাদ থানার হাওলাদারপাড়ার মো.আলী হোসেনের ছেলে মো.সুমন আহমদ (১৯) ও নেত্রকোনার দেওপুরের আব্দুল খালিরে ছেলে জালাল আহমদ (১৮)। গ্রেফতারকৃত তিন কিশোর বর্তমানে সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা ।

গ্রেফতারকালে তাদের দেহ তল্লাশী ৩টি ধারালো টিপ চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ঘটনার বিষয়ে এসআই (নি:) মোঃ আব্দুল বাতেন ভূঁইয়া বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। মামলা নং-২৮, তাং-২০/০৭/২০২০খ্রিঃ রুজু করা হয়।

উক্ত মামলায় ধৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি কোতোয়ালি মডেল অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ