সিলেট বিবেকের বার্ষিক মতবিনিময় সভা শুক্রবার

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

সিলেট বিবেকের বার্ষিক মতবিনিময় সভা শুক্রবার

সিলনিউজ বিডি ডেস্ক :: ‘সিলেট বিবেক’ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টামন্ডলী, পৃষ্ঠপোষক, আজীবন সদস্য, নির্বাহী কমিটির সদস্য এবং শুভানুধ্যায়ীদের নিয়ে বার্ষিক মতবিনিময় সভা আগমী শুক্রবার বিকাল ৫টায় নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় হাইস্কুল সংলগ্ন প্যারালাক্স পার্টি সেন্টার অনুষ্ঠিত হবে।

সরকার প্রদত্ত করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করে মতবিনিময় সভার উদ্বোধনের পর নবাগত আজীবন সদস্যদের ফুল দিয়ে বরণ, আলোচনা, সংগীত ও চা-চক্র অনুষ্ঠিত হবে।

সভায় নির্ধারিত সময়ে করোনা স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপস্থিত থেকে সংগঠনটির সমৃদ্ধি সাদণে আপনার সুচিন্তিত অভিমত ব্যক্ত করার জন্যে বিনম্র অনুরোধ জানিয়েছেন সিলেট বিবেক এর সভাপতি বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সূত্রধর ও মতবিনিময় সভার প্রস্তুতি কমিটির আহবায়ক প্রণব কুমার দেবনাথ।

সাকিব আহমেদ / ১৮ জানুয়ারি

এ সংক্রান্ত আরও সংবাদ