ছাতকের সাবেক পৌর চেয়ারম্যানের দুই ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

ছাতকের সাবেক পৌর চেয়ারম্যানের দুই ছেলে গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি :: ছাতকে প্রাইভেট গাড়ী চালক সাবুল মিয়ার উপর হামলা ও মারপিটের ঘটনায় সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার দু’ছেলে মাহফুজুর রহমান বাবলু ও মোস্তাফিজুর রহমান লাভলুকে গ্রেফতার করেছে র‍্যাব-৯’র একটি দল।

মঙ্গলবার সকালে পৌর শহরের তাতিকোনা এলাকায় নিজবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। হামলায় আহত সাবুল মিয়া তাতিকোনা মহল্লার শুকুর আলীর ছেলে ও শহরের ব্যবসায়ী শাহ আলমের গাড়ী চালক।

১৬ জুলাই সাবুল মিয়াকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। রাতে সাবুল মিয়ার পিতা শুকুর আলী বাদী হয়ে তাতিকোনা এলাকার সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়া, তার ছেলে বাবলু, লাভলু সহ ১২ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা (নং-১৯) দায়ের করেন।

রোববার সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু মিয়াসহ ৬ আসামী জামিন নিয়েছেন ।

এ মামলার পলাতক ৬ আসামীর মধ্যে মাহফুজুর রহমান বাবলু ও মোস্তাফিজুর রহমান লাভলুকে মঙ্গলবার সকালে র‍্যাব গ্রেফতার করেছে।

দু’আসামী গ্রেফতারের বিষয়টি স্বীকার করে র‍্যাব-৯’র এএসপি আব্দুল্লাহ জানান, একটি মারামারির মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মারামারি সহ অস্ত্র আইনে আরো একটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাদের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ