ভারতের বৃহৎ বিমান সংস্থায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

ভারতের বৃহৎ বিমান সংস্থায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই

সিল-নিউজ-বিডি ডেস্ক :: খরচ কমাতে ভারতের বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো ১০ শতাংশ কর্মী ছাটাই করছে।

করোনাভাইনাসের কারণে গত মার্চ থেকেই কম খরচে যাত্রীদের সেবা দেয়া এ সংস্থাটির বিমান চলাচল বন্ধ রয়েছে।

এ অবস্থায় প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে এ কর্মী ছাটাইয়ের উদ্যো নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইন্ডিগো গত মাসেই ঘোষণা করেছে, আয় বন্ধ থানায় প্রতিষ্ঠানটি ৫৩৩ মিলিয় ডলার খরচ কমাতে যাচ্ছে।

করোনার কারণে গোটা বিশ্বেই বিমান পরিবহন ব্যাবসায় ধস নেমে এসেছে।

ইন্ডিগোর প্রধান নির্বাহী রণজয় দত্ত এক চিঠিতে জানিয়েছেন, মহামারীর এ পরিস্থিতিতে বিমান চলাচল বন্ধ থাকায় ব্যাপক আর্থিক দুরস্থায় পড়েছে প্রতিষ্ঠানটি।এ কারণে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার স্বার্থে কর্মী ছাঁটাইয়ের বিকল্প নাই।

২৪ হাজার কর্মীর বিমান সংস্থাটি ২ হাজার ৪০০ কর্মীকে ছাটাই করতে যাচ্ছে।টানা দশ বছর ধরে লাভের মুখ দেখা বৃহৎ এ বিমান সংস্থাটি করোনার কারণে লোকসানে পড়েছে।