সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২
সাকিব আহমেদ :: উত্তপ্ত পরিস্থিতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৪ শতাংশ শিক্ষার্থী হল ছেড়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। তবে মঙ্গলবার রাতে এ সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
হলে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, পাঁচটি হল মিলে সোমবার রাতে মাত্র ৩২২ জন শিক্ষার্থী হলে রাত্রীযাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে দেওয়া তথ্যমতে পাঁচটি হলে মিলে ২১ শত ৭৭ জন শিক্ষার্থী অবস্থান করতে পারেন। কিন্তু সেখানে সোমবার রাতে হলে ছিলেন মাত্র ৩২২ জন। সে হিসেবে শতাংশের হিসেবে হল ছাড়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮৪.২১ শতাংশ। আর হলে অবস্থান করছেন মাত্র ১৪.৭৯ শতাংশ শিক্ষার্থী।
সোমবার হলে রাত্রীযাপন করেছেন এমন শিক্ষার্থীদের সাথে কথা হয়। তাদের দেয়া তথ্যমতে, শাহপরান হলে ৪৫৮ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও ছিলেন মাত্র ৫০ জনের মত শিক্ষার্থী, বঙ্গবন্ধু হলে ৫২৮ শিক্ষার্থী থাকার কথা থাকলেও ছিলেন মাত্রা ১৫০ জনের মত, সৈয়দ মুজতবা আলী হলে ৬৮ শিক্ষার্থীর মাঝে ছিলো মাত্র ২ জন শিক্ষার্থী।
এছাড়াও ১ম ছাত্রী হলে ৫৭৩ জন থাকার কথা থাকলেও ছিলেন ৩০ জনের মত ছাত্রী। এমনকি যে ছাত্রী হল নিয়ে আন্দোলনের সূত্রপাত সেই বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলেই ৫৫০ শিক্ষার্থী থাকার কথা থাকলেও ছিলেন ১২০ জন জনের মত। সব মিলে হলে ছিলেন ৩২২ জনের মত শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত থেকে সিরাজুন্নেছা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে ছাত্রীরা আন্দোলন শুরু করেন। এর এক পর্যায় রোববার (১৬ জানুয়ারি) দাবি আদায়ে ছাত্রীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে, রাবার বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও ইটপাটকেল নিক্ষেপ করলে অর্ধশত শিক্ষার্থী আহত হন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
ওইদিন রাতে পদত্যাগ করেন হল প্রভোস্ট। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। দেওয়া হয় হল ছাড়ার নির্দেশ। কিন্তু শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
সূত্রঃ নয়া শতাব্দী
সিলনিউজ বিডি / ১৮ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি