সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২
সিলনিউজ ডেস্ক::মানিকগঞ্জের দৌলতপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার চক মিরপুর এলাকায় মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- দৌলতপুর উপজেলার মীরহাটাইল এলাকার মৃত কুদ্দুসের ছেলে রুস্তম (৫০), ওয়াইল এলাকার মৃত আমজাদের ছেলে ইমন (৪০), চরকাটারী এলাকার নুরু শেখের ছেলে মো. আরিফ শেখ (২৬) একই এলাকার মোহাম্মদ আব্দুল শেখের ছেলে মো. রুবেল (২৬), জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার ইউসুফ আলী শেখের ছেলে সানোয়ার হোসেন ছানু (২৬), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার রতনদিয়া এলাকার বহুত আলী বেপারীর ছেলে মো. বাবুল হোসেন (৩৬) ও একই জেলার চৌহালী থানার চর পাচুরিয়া এলাকার মোহাম্মদ শফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৩৭)।
এদের মধ্যে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম হোতা রুস্তমের বিরুদ্ধে মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ১১টি ডাকাতি ও হত্যাসহ মাদকের মামলা রয়েছে।
এছাড়া সানোয়ার হোসেন ছানুর বিরুদ্ধেও পৃথক ছয়টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নিশ্চিত করেছেন।
গত ৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের বাসায় ১০-১২ জনের একটি ডাকাত দল ঘরের বারান্দার গ্রিল কেটে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযুক্ত সাত ডাকাতকে গ্রেফতার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রত্যেককে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি