কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ টি মামলায় ১১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

কুলাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ টি মামলায় ১১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৭ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার পর কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ টি মামলায় ১১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড করেন ও তা আদায় করা হয়।
কুলাউড়া উপজেলার উত্তরবাজার, আউটার ও পুসাইনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আদালতের কাজে সহায়তা করে কুলাউড়া পুলিশের একটি ল। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহা চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ণে এ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গণ পরিবহনে প্রতিদিনই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী পরিবহন করার অভিযোগ পাওয়া যাচ্ছে। যা করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে। পরিবহন সংশ্লিষ্ট মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো সরকারি নির্দেশনা কঠোর ভাবে প্রতিপালন না করলে আগামীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ