‘বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল’

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

‘বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল’

স্পোর্টস ডেস্ক :;

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার মিচেল স্যান্টনার বলেছেন, বিশ্বে যতগুলো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তার মধ্যে আইপিএলই সেরা।

নিউজিল্যান্ডের হয়ে ইতিমধ্যে ২২টি টেস্ট, ৭২টি ওয়ানডে আর ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬২ উইকেট শিকার করেছেন স্যান্টনার।

২৮ বছর বয়সী এ স্পিনার আরও বলেছেন, ২০১৮ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার সুযোগ পেয়ে আমি রীতিমতো উত্তেজিত ছিলাম। এ রকম একটা বিশ্বমানের টুর্নামেন্টে খেলতে পারব, ভেবেই ভালো লাগছিল। আইপিএল অবিশ্বাস্য একটা টুর্নামেন্ট।

আইপিএলে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলার আগে তার বিরুদ্ধে অসংখ্য ম্যাচ খেলেছেন মিসেল স্যান্টনার। ধোনির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা নিয়ে কিউই তারকা ক্রিকেটার বলেছেন, ধোনির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতাই অন্যরকম। খেলা সম্পর্কে ওর চিন্তা-ভাবনা আমাকে মুগ্ধ করেছে।