দূর্ঘটনায় মারা গেলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ছাত্র কাওছার

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

দূর্ঘটনায় মারা গেলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ছাত্র কাওছার

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ফাজিল ৩য় বর্ষের ছাত্র কাওছার আহমদ সড়ক দূর্ঘটনায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে সোমবার মধ্যরাতে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম বলেন গত ১৩ জুলাই তার নিজ এলাকা জৈন্তাপুর উপজেলার জাফলং এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে কাওছার গুরুতর আহত হন। গত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, আলিম থেকে আমাদের মাদ্রাসায় লেখাপড়া করছে সে। ভদ্র, নম্র এই ছেলেটির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। কাওছারের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।