সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
সিলনিউজ ডেস্ক:: বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক বৃহস্পতিবার প্রকাশিত বর্ষসেরা টেস্ট একাদশে নেই বাংলাদেশের কেউ। তবে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শমা, রিশাভ পন্ত ও রবিচন্দ্রন অশ্বিন। ভারতের পাশাপাশি ও পাকিস্তান দল থেকেও জায়গা পেয়েছেন সর্বোচ্চ তিন জন করে ক্রিকেটার। নিউজিল্যান্ড থেকে রয়েছেন দুইজন ক্রিকেটার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে একজন করে জায়গা পেয়েছেন এই দলে।
একাদশে ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কান ও ভারতীয় ওপেনার দিমুথ করুনারত্নে ও রোহিত শর্মা। তিনে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাশ লাবুশেন দুর্দান্ত ফর্ম দেখিয়ে উঠে এসেছেন র্যাংকিংয়ের চূড়ায়। চারে থাকা ইংলিশ ব্যাটার জো রুট ২০২১ সালের সর্বোচ্চ স্কোরার।
একাদশে অধিনায়কের দায়িত্বে থাকা কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডকে জিতিয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ছয়ে থাকা পাকিস্তানি ব্যাটার ফাওয়াদ আলম কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা বছর। বোলার হিসেবে আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা করে নেওয়া ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৯ ম্যাচ খেলে নিয়েছেন ৫৪ উইকেট। নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন পাঁচ ম্যাচ খেলে শিকার করেছেন ২৭ উইকেট। পাকিস্তানের পেসার হাসান আলী বল হাতে দারুণ ফর্মে ছিলেন গত বছর। ৯ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৪১ উইকেট। আরেক পাকিস্তানি শাহিন শাহ আফ্রিদিও কোনো দিক দিয়ে কম যাননি। বছরজুড়ে ৯ ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ৪৭ উইকেট।
একনজরে আইসিসি প্রকাশিত বর্ষসেরা টেস্ট একাদশ:
দিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত), মার্নাস লাবুশেন (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড) কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউ জিল্যান্ড), ফাওয়াদ আলম (পাকিস্তান), রিশাভ পান্ত (উইকেটরক্ষক, ভারত) রবিচন্দ্রন অশ্বিন (ভারত), কাইল জেমিসন (নিউ জিল্যান্ড), হাসান আলি (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)।
সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি