উইঘুর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ১১ চীনা কোম্পানি

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

উইঘুর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ১১ চীনা কোম্পানি

অনলাইন ডেস্ক :

চীনের ১১টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ওই প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

জোরপূর্বক শ্রমদানে বাধ্য করায় চ্যাংজি এসকুয়েল টেক্সটাইল, হেফেই বিটল্যান্ড ইনফরফেশন টেকনোলজি, হেফেই মেইলিং, হেতিয়ান হাওলিন হেয়ার অ্যাক্সেসোরিজ, হেতিয়ান তাইদা অ্যাপারেল, কেটিকে গ্রুপ, নানজিং সিনার্জি টেক্সটাইলস, ন্যানচ্যাং ও-ফিল্ম টেক এবং তানিউয়ান টেকনোলজির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বহুদিন ধরেই বেইজিং উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘন করছে বলে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে।

এর আগে চীনের চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।

এ সংক্রান্ত আরও সংবাদ