গোলাপগঞ্জে ৫১পিছ ইয়াবাসহ মাদক সম্রাট জামিল গ্রেফতার

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০

গোলাপগঞ্জে ৫১পিছ ইয়াবাসহ মাদক সম্রাট জামিল গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে ৫১পিছ ইয়াবাসহ মাদক সম্রাট জামিল আহমদ (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার রনকেলী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পৌর এলাকার উত্তর রনকেলী গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে জামিল আহমদ (৪২)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক খান জালাল উদ্দিন এর নেতৃত্বে অফিসার পুলিশ অভিযান পরিচালানা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫১পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গোলাপগঞ্জ মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং-২৭/২১.০৭.২০২০) দায়ের করা হয়।

এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।