উড়ন্ত আর্সেনালকে মাটিতে নামালো অ্যাস্টন ভিলা

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০২০

উড়ন্ত আর্সেনালকে মাটিতে নামালো অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক :;
ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন লিভারপুলকে এবং ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ওঠার তৃপ্তিতে বিভোর আর্সেনাল।

রীতিমতো হাওয়ায় উড়ছিল মিকেল আর্তেতার শিষ্যরা।

এবার তাদের এক ঝটকায় মাটিতে নামালো লিগের নিচের সারির দল অ্যাস্টন ভিলা।

মঙ্গলবার রাতে ইপিএলে অ্যাস্টন ভিলার কাছে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। এই দলের বিপক্ষেই গত সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বের দেখায় ৩ গোলে জিতেছিল তারা। টানা ছয় লিগ ম্যাচেও অ্যাস্টন ভিলাকে হারিয়েছিল আর্সেনাল।

আগের ছয়বারের হারের দুঃসহ স্মৃতিকে দূরে ঠেলে মঙ্গলবার আর্সেনালের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। অপেক্ষাকৃত দুর্বল দলের বিপরীতে বলের নিয়ন্ত্রণে এগিয়েই ছিল আর্সেনাল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। প্রথমার্ধে গোলবার বরাবর চোখে পড়ার মতো কোনো শট নিতে পারেননি আর্সেনালের স্ট্রাইকাররা ।

উল্টো ২৭তম মিনিটে অ্যাস্টন ভিলাই লিড নিয়ে বসে। টাইরন মিঙ্গসের কর্নার থেকে ডি-বক্সে অরক্ষিত ত্রেজেগে ডান পায়ের জোরালো ভলিতে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন।

১-০তে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে আর্সেনাল সমতায় ফিরতে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু অ্যাস্টনের রক্ষণে গিয়ে বারবারই সেই আক্রমণের ধার ভোঁতা হয়ে যায় । ৫৪তম মিনিটে সতীর্থের ক্রস এক ডিফেন্ডারের পায়ে লেগে ছোট ডি-বক্সে পেয়ে যান পিয়েরে-এমেরিক অবামেয়াং। কিন্তু ঠিকঠাক শট নিতে পারেননি লিগে ২০ গোল করা এই ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে দারুণ সুযোগ পেয়েও ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হন বদলি হিসাবে নামা অ্যাস্টন ভিলার কেইনান ডেভিস। গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি।

ফলাফল ১-০ তে হেরে শেষ হয় খেলা। এ হারে এটি লিগে আর্সেনাল দশম হার । এই হারে ৩৭ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেছে আর্সেনাল।

নবম জয়ের স্বাদ পাওয়া অ্যাস্টন ভিলা ৩৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে ১৭তম স্থানে।

তথ্যসূত্র: গোল ডট কম