দক্ষিণখানে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদককারবারি’ নিহত

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

দক্ষিণখানে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদককারবারি’ নিহত

অনলাইন ডেস্ক :;

রাজধানীর দক্ষিণখানের আশিয়ান সিটি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন; যাকে মাদক ও অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাব।

মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) এএসপি সালাউদ্দিন জানান, আশিয়ান সিটি এলাকায় একদল অস্ত্রধারী মাদককারবারি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল রাত দেড়টার দিকে অভিযানে যায়। এ সময় অস্ত্রধারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। আর তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় ঘটনাস্থল থেকে বিদেশি একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, গুলি ও প্রায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের সদস্য এএসআই কামাল আহত হয়েছেন বলেও দাবি করেন এএসপি সালাউদ্দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ