সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
অনলাইন ডেস্ক :;
আসন্ন আরাফাতের দিন ও ঈদুল আজহায় সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম বন্ধ থাকবে। এ সময় মুসল্লিরা সেখানে ঢুকতে পারবেন না।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে আল আরাবিয়ার খবরে এমন তথ্য পাওয়া গেছে।
হজবিষয়ক নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বিন ওয়াসল আল আহমাদি মঙ্গলবার বলেন, মসজিদুল হারাম ও তার বাইরের প্রাঙ্গণে নামাজ পড়া যাবে না। আরাফাতের বাসায় বসেই লোকজনকে রোজা ভাঙারও অনুরোধ করা হয়েছে।
সৌদি নিরাপত্তা কর্মকর্তারা বলেন, হাজীদের নিরাপত্তাকেই সর্বাধিক গুরুত্ব দেয়া হবে। সবার আগে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে।
ওয়াসল আল আহমাদি জানান, কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই মসজিদুল হারামে ঢোকা ও বের হওয়া নিষিদ্ধের এসব সিদ্ধান্ত নিতে হয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের হিসাবে, সৌদিতে এখন পর্যন্ত দুই লাখ ৫৫ হাজার ৮২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৫৫৭ জন।
এ ছাড়া দুই লাখ সাত হাজার ২৫৯ সৌদি নাগরিক করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন বলে খবরে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি