সিলেট সিভিল সার্জন অফিসে বিদেশগামীদের করোনা টেস্ট চলছে

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

সিলেট সিভিল সার্জন অফিসে বিদেশগামীদের করোনা টেস্ট চলছে

নিজম্ব প্রতিবেদক :: সারাদেশে গত ২০ জুলাই থেকে ১৩ জেলায় ইতোমধ্যে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাস টেস্ট শুরু হলেও আজ থেকে সিলেটে এই কার্যক্রম চালু করেছে সিলেট সিভিল সার্জন অফিস ।

আজ বুধবার দুপরে সিলেট নগরীর চৌহাট্রাস্থ সিভিল সার্ভিস অফিসে সরেজমিনে গিয়ে দেখা যায় রেজিষ্টেশন চলছে।

জানা যায়, চৌহাট্রাস্থ বুথে নিবন্ধনের জন্যে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা ও নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে থেকে সকাল সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে নমুনা সংগ্রহের জন্যে বলা হয়েছে ।

তবে করোনাভাইরাসের টেস্ট করতে আসা বিদেশগমনচ্ছুকদের উপস্থিতি প্রথম দিন হিসেবে বলা যায় একটুম কম। কেউ মানছেন না সামাজিক দুরত্ব।

টেস্ট করাতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন,প্রায় ঘন্টাখানিক হলো এই জায়গায় আসছি । কিন্তু কেউ সামাজক দুরত্ব মানছেন না। শুধু কর্মকর্তারা বলছেন দুরত্ব বজায় রাখুন । সংশ্লিষ্টরা বলছেন আমরা বার বার বলছি সামাজিক দুরত্ব মেনে দাঁড়ানোর জন্যে । কিন্তু কেউ মানতে চাচ্ছেন না।

এদিকে আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রমের সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল । তিনি জানান, নগরীর উপশহরের মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য বিদেশ যাত্রীকে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের একদিন পর সংগ্রহ করা হবে নমুনা।

বিদেশগামীদের করোনা টেস্ট ইতোমধ্যে বাধ্যতামূলক করেছে সরকার। তার প্রেক্ষিতে সিলেট বিভাগের বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষার স্থান নির্ধারণ করা হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সে লক্ষ্যে সিলেটের সিভিল সার্জন অফিসকে নমুনা সংগ্রহ ও সমন্বয় করার দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

গতকাল মঙ্গলবার বিকেলে আগামী ১৬ দিনের করোনা পরীক্ষার জন্য একটি সিডিউলও প্রকাশ করেছে সিলেট সিভিল সার্জন অফিস। সিডিউলে দেখা যায়, ২৬ জুলাই থেকে যারা বিদেশ যাবেন তারা নিম্নোক্ত তারিখে এসে আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে নমুনা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য-বিদেশ যাত্রীদের যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে। নমুনা দেয়ার সময় পাসপোর্ট ও টিকিটের ফটোকপি জমা দিতে হবে এবং মূল পাসপোর্ট ও টিকিট দেখাতে হবে। নমুনা সংগ্রহ কেন্দ্রে এসে নমুনা দেয়ার জন্য পরীক্ষার ফি হিসেবে প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ৩৫০০ টাকা দিতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ