সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিষিদ্ধ পলিথিন আটকের জেরে ুইপক্ষের মধ্যে সংঘর্ষের মামলায় কারাগারে থাকা প্রধান আসামি সাইুল ইসলামের লাইসেন্স করা ুটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। আালতের অনুমতিতে অস্ত্র ুটির ‘ব্যলাস্টিক’ পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)তে পাঠানোর হচ্ছে। ওই সংঘর্ষে সাইুল(৩৮) বিরুদ্ধে করা মামলায় প্রকাশ্যে গুলি করার অভিযোগ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সাইদুল ইসলামকে গ্রেফতার করে। পরদিন ৯ জুলাই সকালে বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে সাইদুলকে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সাইদুলের নামে লাইসেন্স করা পিস্তল ও শটগান তার বাড়ি থেকে জব্দ করেন।
পরে ১৬ জুলাই জব্দ করা অস্ত্র ুটি পরীক্ষার জন্য বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আালতে অনুমতি চেয়ে আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অস্ত্র ুটি থেকে গুলি হয়েছে কিনা পরীক্ষার জন্য আালত অনুমতি দেন। আদালতের অনুমতি নিয়ে অস্ত্র দুটির ‘ব্যলাস্টিক’ পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পাঠানোর প্রক্রিয়া চলছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শরীফ উদ্দিন বলেন, ‘যেহেতু মামলায় সাইদুলের বিরুদ্ধে গুলি করার অভিযোগ আছে। দুটি অস্ত্র থেকে গুলি হয়েছে কিনা পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, গত ১ জুলাই পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতে ৭০ মণ পলিথিন জব্দ ও জরিমানার জের ধরে ২ জুলাই সকালে বড়লেখা শহরের উত্তর বাজার এলাকায় একজনের উপর হামলা ও পরে ুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত শামীম আহম বাদী হয়ে ১৮ জনের ও জসিম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নামে থানায় পৃথক ুটি মামলা করেন। ুটি মামলায় বাদীরা ঘটনার সময় প্রকাশ্যে আগ্নেআস্ত্রসহ হামলার অভিযোগ এনে শাহজালাল শপিং সিটির অংশীদার সাইদুল ইসলামকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি