কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে মশারী বিতরণ

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে মশারী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ আন্তর্জাতিক বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির উদ্যোগে দরিদ্রদের মধ্যে মশারী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক রোমিও রতন গোমেজ আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ, হেলথ অফিসার মহাদেব রায় নিশান ও গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ৩০৪ জন অসহায় দরিদ্রদের মাঝে ডেঙ্গু মশা প্রতিরোধ কল্পে মশারী বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ