ফেঞ্চুগঞ্জে সাংবাদিক ইসকার বড় ভাইয়ের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

ফেঞ্চুগঞ্জে সাংবাদিক ইসকার বড় ভাইয়ের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ শায়নে শায়িত হলেন দৈনিক সিলেটের ডাক’র সাবেক জেষ্ঠ্য সহকারী সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকার বড় ভাই প্রকৌশলী বোরহান উদ্দিন(৬০)।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সিলেট নগরীর নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। ওইদিন রাত ৯টায় উপজেলার মল্লিকপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন- সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।