বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২০ এর কার্যক্রম শুরু

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২০ এর কার্যক্রম শুরু

বালাগঞ্জ প্রতিনিধি :: সিলেটের বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ এর কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ শুরু হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি”।

করোনা ভাইরাসের কারণে জনসমাগম হওয়ার আশংকায় প্রতিবারের ন্যায় এবার আর কোনো রকমের আনুষ্ঠানিকতা হচ্ছে না। এবারের মৎস্য সপ্তাহ প্রত্যেক বছরের চেয়ে ভিন্ন আবহে উদযাপিত হবে।

বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক জানান, উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং, ব্যানার-ফেষ্টুন দিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, চাষীদেরকে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণের মধ্য দিয়েই শেষ হবে এবারের মৎস্য সপ্তাহ।

এ সংক্রান্ত আরও সংবাদ