যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

  অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম উপকূলের আলাস্কা উপদ্বীপে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। বুধবার ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ওই অঞ্চলকে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

ওই এলাকার অনেক বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কার জন্য ভিডিও পোস্ট করেছেন।

সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়েছে, সুনামির সতর্কতা দক্ষিণ আলাস্কা, আলাস্কা উপদ্বীপ, প্রশান্ত মহাসাগরীয় থেকে কেনেডি প্রবেশ পথ, আলাস্কা থেকে ইউনিমাক পাস ও আলাস্কা পর্যন্ত বিস্তৃত।

ভূ-গঠনগত দিক থেকে ১৮৬৭ সালে রুশ প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রের কিনে নেওয়া আলাস্কার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ এলাকায়। এই অঞ্চলে ১৯৬৪ সালে রেকর্ড ৯ দশমিক ২ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প হয়েছিল। এর ফলে সৃষ্ট সুনামিতে ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

এ সংক্রান্ত আরও সংবাদ