দিরাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

দিরাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি: মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে দিরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে ২য় দিনে মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জয়া সেনগুপ্তা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অবিরাম তালুকদার।

উপস্থিত ছিলেন দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, যুবলীগ নেতা রায়হান মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব রায়, ছাত্রলীগ নেতা পুলক তালুকদার, রায়হান মিয়া প্রমুখ। এসময় মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য‌চিত্র প্রদর্শণ করা হয়। পরে উপজেলা প‌রিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ