দক্ষিণ আফ্রিকায় ৯৩ বছরের নারীর করোনা জয়

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

দক্ষিণ আফ্রিকায় ৯৩ বছরের নারীর করোনা জয়

অনলাইন ডেস্ক :;

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ৯৩ বছর বয়সী একজন মহিলা করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। তিন সপ্তাহ হাসপাতালের আইসিইউতে করোনার সঙ্গে লড়াই করে করোনা মুক্ত হয়েছেন ক্যাথরিন ডোরোথি নিউম্যান নামের এই বয়স্ক মহিলা। দক্ষিণ আফ্রিকায় এই প্রথম সবচেয়ে বয়স্ক কোনো মানুষ করোনাভাইরাসকে জয় করলেন।

ক্যাথরিন ডোরোথি নিউম্যান, জুন মাসের ৩০ তারিখ করোনা পজিটিভ নিয়ে কেপটাউনের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কেপটাউনের সিটিআইসিসি গবেষণা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ওখানে ডাক্তারের তত্ত্বাবধানে ১৮ দিন আইসিইউতে থাকার পর সুস্থ হয়ে ফিরে আসেন হাসপাতালের জেনারেল বেডে।

মঙ্গলবার সবকিছু চেক-আপ করার পর ডাক্তার ৯৩ বছরের এই মহিলাকে হাসপাতাল ছাড়ার পরামর্শ দেন। বর্তমানে ক্যাথরিন সম্পূর্ণ সুস্থ।

ক্যাথরিন সংশ্লিষ্ট সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ