আমিরাতে রাষ্ট্রদূতের সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

আমিরাতে রাষ্ট্রদূতের সঙ্গে বঙ্গবন্ধু পরিষদের সৌজন্য সাক্ষাত

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সঙ্গে ২০ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির নেতারা এক সৌজন্য সাক্ষাত এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় ও আগামীর সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা হয়। সাম্প্রতিক মহামারী করোনাকালীন পরিস্থিতি এবং ইউএইতে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের বিমান বাংলাদেশের ফ্লাইট জটিলতার প্রসঙ্গও এতে উঠে আসে।

এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুগ্ম-সম্পাদক শেখ কামরুল হক, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আবু তাহের, আমিরাত কেন্দ্রীয় যুবলীগের সভাপতি রফিকুল হক, আবুধাবি যুবলীগের সভাপতি জাগির হোসেন জসিম, সাধারণ সম্পাদক মাহাবুব খন্দকার, দিদারুল হক, বাবলুসহ অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ