রিমোট কনট্রোলড খেলনা বিমান ওড়াতেও অনুমোদন লাগবে

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

রিমোট কনট্রোলড খেলনা বিমান ওড়াতেও অনুমোদন লাগবে

অনলাইন ডেস্ক ::

এখন থেকে রিমোট কনট্রোলড খেলনা বিমান ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম ও ঘুড়ি ওড়াতে অনুমতি লাগবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, কিছু উৎসাহী ব্যক্তি, বেসামরিক প্রতিষ্ঠান ও সংস্থা (স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এনজিও, গবেষণা প্রতিষ্ঠান) বিনা অনুমতিতে বাংলাদেশের আকাশসীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কনট্রোলড খেলনা বিমান, ঘুড়ি (বিমানবন্দরের আশপাশে) ওড়াচ্ছেন।

এতে আরও বলা হয়, অনুমোদন ছাড়া ওড়ানোর ফলে নিয়মিত যাত্রীবাহী দেশি-বিদেশি বিমান, হেলিকপ্টার এবং দ্রুতগতির সামরিক বিমানের আকস্মিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকি বিবেচনায় অনুমোদন ছাড়া কোনো কিছু ওড়ানো শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমোদন ছাড়া এগুলো ওড়ানো রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি ঝুঁকি বলে বিবেচিত হচ্ছে। ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম, রিমোট কনট্রোলড খেলনা বিমান ওড়ানোর কমপক্ষে ৪৫ দিন আগে বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কর্তৃপক্ষের ওয়েবসাইটে নির্ধারিত ফরম রয়েছে। ওই ফরম পূরণের পর লিখিত অনুমতি নিয়ে এগুলো ওড়াতে হবে।