সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২
সিলনিউজ ডেস্ক:: নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে সিফাতুল ইসলাম সিফাত (৩১) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার ভোরে উপজেলার চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭ এস সীমান্ত পিলার এলাকার ভূলকিপাড়া থেকে তাকে আটক করে।
আটককৃত সিফাতুল ইসলাম সিফাত উপজেলার চকমহেশ গ্রামের আবু তৈয়বের ছেলে।
জানা গেছে, রোববার রাতে সিফাতুল ইসলাম সিফাতসহ কয়েকজন গরু আনতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। ফেরার পথে চকিলাম বিওপির অন্তর্গত ২৬৭ (৫) এস সীমান্ত পিলার এলাকায় বালুরঘাট জেলার শালগ্রাম বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালাতে সক্ষম হলেও সিফাতুল ইসলাম সিফাতকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
এ বিষয়ে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন বলেন, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান- আটক যুবক ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় তাকে আটক করে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিএ/৩১ জানুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি