শাবির ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

শাবির ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :;

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বাসিন্দা।

বুধবার (২২ জুলাই) রাতে  এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

তিনি জানান, ‘শাবির ল্যাবে আজ ৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন সিলেট জেলার এবং ২৭ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।’

এদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৭৫ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে সিলেট জেলায় ৫১, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ১২ জন এবং মৌলভীবাজার জেলায় ৬ জন রয়েছেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে আক্রান্তদের মধ্যে ৫জন চিকিৎসকও রয়েছেন।