পিএসজিতেই এমবাপ্পে

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

পিএসজিতেই এমবাপ্পে

এএফপি, প্যারিস :
কিলিয়ান এমবাপ্পের দলবদলের গুঞ্জন নতুন নয়। আগে থেকেই শোনা যাচ্ছে, এ মৌসুম শেষেই পিএসজি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে পারেন ফরাসি তারকা।

এমবাপ্পে অবশ্য উড়িয়ে দিলেন সেই গুঞ্জন। পরিষ্কার করে বলেছেন, যাই ঘটুক, পরের মৌসুমে পিএসজিতেই তিনি থাকছেন।

মঙ্গলবার প্রীতি ম্যাচে সেল্টিকের মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচটি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা জিতেছে ৪-০ গোলে। ম্যাচের বিরতিতে বিইন স্পোর্টকে এমবাপ্পে বলেছেন, ‘আমি এখানেই থাকছি। গত চার বছর ধরেই আমি এই প্রকল্পের অংশ।’ তার কথা, ‘সামনেই ক্লাবের ৫০ বছর পূর্তি (১২ আগস্ট)।

এটা ক্লাব, সমর্থক ও সবার জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। তাই যা-ই ঘটুক, না কেন, আমি এখানেই থাকছি।