সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক :;
গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৫২ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে একই সময়ে একজনের মৃত্যু ঘটে। বিভাগের দুই জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জে নতুন করে কেউ শনাক্ত হননি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৯৫ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৭৪ জন ও সুনামগঞ্জে ২১ জন। হবিগঞ্জ ও মৌলভীবাজারে এই সময়ে কোনো করোনা রোগী শনাক্ত হননি।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে সর্বাধিক ২৮ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১১ জন। হবিগঞ্জে করোনাকে জয় করেছেন ৯ জন। মৌলভীবাজারে ৪ জন রোগী সুস্থ হন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ১৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৩ হাজার ৭৮৭ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৩৬৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯১ জন ও মৌলভীবাজারে ৮৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ২০৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ২ হাজার ৯৫৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১২৫ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি