সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক:: পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকার গোয়েন্দা তথ্যে ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে ৩০ হাজার পিচ ইয়াবাসহ দেশের শীর্ষ মাদক ব্যবসায়ী খালেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার দিবাগত রাত সোয়া ১১টায় সিলেট জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্র বিশ্বনাথের শিমূলতলা গ্রামে খালেদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও ৩০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, উদ্ধারকৃত ৩০ হাজার পিচ ইয়াবার মূল্য আনুমানিক ৯০ লক্ষ টাকা হবে।
তিনি জানান, সিলেটের মাদক ব্যবসায়ী মো. খালেদ মিয়ার দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের সাথে আঁতাত রয়েছে। সিলেটে বিপুল পরিমাণ মাদক এসেছে এমন তথ্য পেয়ে পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকার গোয়েন্দা শাখা সিলেটের এসপি ফরিদ উদ্দিনকে জানান। এসপির নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমানের তত্ত¡াবধানে খালেদের বাড়িতে অভিযান চালান গোয়েন্দা ওসি আশীষ কুমার মৈত্র। রাতে পুলিশের অভিযানের টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় খালেদ। পরে গোয়েন্দা পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করেন। খালেদের দেওয়া তথ্য মতে তার আলমিরার ভেতর থেকে ৩টি প্যাকেটে মুড়ানো ৩০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ইয়াবা বিক্রয়ের ২৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
পরে মাদক ব্যবসায়ী খালেদের জিজ্ঞাসাবাদে বিশ্বনাথ পুরানবাজারস্থ আল হেরা শপিং সিটির পাকিং থেকে ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশনবিহীন লাল কালো রংয়ের হিরো গ্ল্যামার মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত খালেদ মিয়া বিশ্বনাথ থানাধীন শিমূলতলা গ্রামের মৃত ফজর আলীর পুত্র। আজ তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি