সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: সম্প্রতি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের গবেষকদের আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের ইতিবাচক সফলতা নিয়ে আশাবাদী বিশ্ববাসী।
ভ্যাকসিন দুইটির বাজারজাতের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। বিশ্বজুড়ে ভ্যাকসিন তৈরির এই প্রক্রিয়ায় খুশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচ’ও।
তবে ডব্লিওএইচও বলছে, ২০২১ সালের আগে করোনার প্রথম ভ্যাকসিনের আশা করা উচিত হবে না।
রয়টার্স জানিয়েছে, ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
বুধবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, আমরা ভ্যাকসিন তৈরিতে ভালভাবেই এগোচ্ছি। একাধিক ভ্যাকসিনের এখন তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।
তিনি বলেন, নিরাপত্তা ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর প্রেক্ষিতে এগুলোর কোনোটিই এখনও অসফল হয়নি৷ এটা ভাল দিক। তবে বাস্তবতা হলো, আগামী বছরের প্রথমার্ধ পর্যন্ত অপেক্ষা করতেই হবে ভ্যাকসিনের জন্য।
মাইক রায়ান আরও জানান, ভ্যাকসিন তৈরি ও বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছ হতে হবে৷ কারণ বিশ্ববাসীর মঙ্গলের জন্যই এই ভ্যাকসিন। মহামারি ধনী-গরিব ভেদাভেদ করে না।
এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।
তবে সুস্থ হয়ে উঠেছেন ৯৪ লাখের কাছাকাছি রোগী।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি