সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
দিরাই প্রতিনিধি :: আনন্দঘন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যে দিরাই শাল্লা উপজেলার একমাত্র আর্থ-সামাজিক সংগঠন দিরাই শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
রবিবার (৬ ফেব্রুয়ারী) পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সভাপতি ড. মো. সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেলের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবুব উল মজিদ চৌধুরী।
সম্মেলন ২০২২-২০২৪ মেয়াদে খালেদ রেজা খানেকে সভাপতি, শহীদুল ইসলাম নজরুলকে সিনিয়র সহ-সভাপতি, শাহীন মিয়াকে সাধারন সম্পাদক ও আক্তার হোসেনকে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ওমর ফারুক ঘোষণা করেন।
বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের সফলতা তুলে ধরে বলেন, দিরাই শাল্লার অসহায় হতদরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০১১ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠা হয় দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি প্রতি বছর দিরাই-শাল্লা উপজেলার হত-দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেবামূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করে ভূয়সী প্রশংসা অর্জন করছে।
সংগঠনের অর্থায়নে ২০১২ সালে দিরাই শাল্লা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৭লক্ষ টাকার শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে। এরপর ২০১৩ সালে দিরাই শাল্লায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্যে ১২টি টিউবওয়েল স্থাপন, ২০১৪ সালে দিরাই শাল্লার গুণিজনদের সংবর্ধনা প্রদান, ২০১৫ সালে ৩৬টি হতদরিদ্র পরিবারের কন্যাদায়গ্রস্ত পিতাদের নগদ আর্থিক সহায়তা প্রদান, ২০১৬-২০১৭ অর্থবছরে দিরাই শাল্লা উপজেলায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৮১টি সেলাই মেশিন বিতরণ, ২০১৮ সালে দিরাই শাল্লায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চাল বিতরন এবং ২০১৯ সাল থেকে প্রায় ১হাজার শিক্ষার্থীকে পর্যায়ক্রমে দিরাই পৌর সদরের নিজ কার্যালয়ে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এরূপ সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা প্রফেসর ওমর ফারুক, আব্দুল মনাফ, নাজমুল হোসেন চৌধুরী, ড. সামছুল হক চৌধুরী, নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, লুৎফুর রহমান খোকন, হারুন মিয়া, আতাউর রহমান, প্রভাষক আবদুর রব, শাহিদুল ইসলাম নজরুল, বেলাল রেজা খান, খালেদ রেজা খান, ফয়ছল চৌধুরী, শামসুজামান জুনু, শরীফুদ্দিন সর্দার, বুলন মিয়া, আব্দুস শহীদ, ডক্টর শিহান মিয়া, মিলিক মিয়া চৌধুরী, সরদার আমির খসরু, আব্দুল হাই, মিজানুর রহমান, মহিবুল হক চৌধুরী, আতিকুর রহমান রুবেল, সুলেমান কবির ফুলু, মো. শাহ কামাল, কছরু মিয়া, শাহরিয়ার খোকন, শহিদুল ইসলাম সুমন, রুবেল মিয়া, জিয়ায়ুল হক চৌধুরী, কামরুল ইসলাম চৌধুরী, মাহবুব উল মজিদ চৌধুরী, টিপু মিয়া, বুরহান উদ্দীন চৌধুরী, এডভোকেট সুব্রত কুমার দাস, রমিজ উদ্দীন, ফয়ছল আহমদ, মোশারফ হোসেন লিটন, মুসাব্বির হোসেন জুনেদ, লিটন মিয়া, ফয়ছল আহমদ, মিজানুর রহমান মামুনুর রশীদ,ফখর উদ্দীন, সাংবাদিক আবুল হোসেন প্রমুখ।
সম্মেলনে লন্ডনের বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সভাপতি ড. সামছুল হক চৌধুরী বক্তব্যে বলেন, সবার সার্বিক সহযোগিতায় বিভিন্ন সফল কার্যক্রম পরিচালনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে দিরাই শাল্লা এসোসিয়েশন। ভবিষ্যতেও সহযোগিতা কামনা করে সংগঠনের দাতা সদস্যদের ধন্যবাদ জানান সভাপতি।
বিদায়ী সাধারন সম্পাদক আতিকুর রহমান রবেল বক্তব্যে বলেন, সকলের সার্বিক ও আর্থিক সহযোগিতায় আমরা দিরাই শাল্লা উপজেলায় হত-দরিদ্রের জন্য কাজ করেছি। নতুন কমিটিও আরও ভালো কাজ করবে বলে আমরা আশাবাদী।
সংগঠনের প্রতিষ্ঠা কমিটির সভাপতি প্রফেসর ওমর ফারুক সবাইকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার আহবান জানান।
সিলনিউজ বিডি / ০৭ ফেব্রুয়ারি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি