পানি বন্দী মানুষের পাশে চেয়ারম্যান আফছর

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

পানি বন্দী মানুষের পাশে চেয়ারম্যান আফছর

জাহিদুল ইসলাম :;
দুর্যোগে সবার আগে অসহায় মানুষের পাশে দাঁড়ান চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ।
করোনা ভাইরাস পরিস্থিতিতে যেভাবে মানুষের পাশে রয়েছেন টিক বন্যা পরিস্থিতিতে ও ইউনিয়নের বন্যা কবলিত ৩/৫ ও ৯ নং ওয়ার্ড সহ পানি বন্দী এলাকায় নৌকা নিয়ে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ৯নং ওয়ার্ডের শ্যামপুর ও কানগুল এলাকায় ত্রান সামগ্রী ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করেন সিলেট সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ।
বিতরণ কালে চেয়ারম্যান বলেন মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে সরকারি ও নিজস্ব তহবিল থেকে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
বর্তমান বন্যা পরিস্থিতিতে পানি বন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও পানি বিশুদ্ধ করন ট্যাবলেট বিতরণ করছি। অসহায় হতদরিদ্র মানুষের কল্যানে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানরা এগিয়ে এলে আমার যে কোন দোর্যোগময় সময় কাটিয়ে উঠতে পারব বলে আমি বিশ্বাস করি
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নিজাম উদ্দিন ও স্বেচ্ছাসেবক টিমের সদস্য বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ