সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমা উপজেলার ইউনিয়নের সুনাপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে পূর্ব শত্রæতার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে রাহিত মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। নিহত রাহিত একই গ্রামের ফজলু মিয়ার পুত্র।
এ ঘটনায় একই গ্রামের চান মিয়ার পুত্র আতিক মিয়াকে মোগলাবাজার থানা পুলিশ আটক করেছে। জানা যায়, গত ৬ রমজানে সুনাপুর গ্রামে ফজলু মিয়ার পক্ষের লোকজন ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে একই গ্রামের চান মিয়ার পুত্র তুলা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে। দীর্ঘ কয়েক সপ্তাহ তুলা মিয়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এই ঘটনায় তুলা মিয়ার পক্ষ থেকে ফজলু মিয়ার পক্ষের লোকজনকে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ফজলু মিয়া আটক হয়। এই বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার ফজলু মিয়ার লোকজন তুলা মিয়ার লোকজনের উপর হুমকি ধমকি দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ফজলু মিয়ার ছেলে রাহিত মিয়া গুরুতর আহত অবস্থায় নৌকাযোগে মোগলাবাজার আনার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মোগলাবাজার থানার ওসি ছাহাবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে তার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাহিতের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলচে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি