সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: মহামারি করোনায় বিপর্যস্ত অর্থনীতি। থেমেছে উৎপাদনের চাকা। কাজ হারিয়ে বেকার বহু মানুষ। করোনার ধাক্কায় বেকার হয়েছেন তরুণ-যুবকরা। মহামারির কঠিন সময়ে এসব বেকার যুবকদের মাঝে প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে যুবলীগ ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। যুবলীগ সারাদেশে বেকারদের তালিকা করার কাজটি করছে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
একুশে টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে শেখ ফজলে শামস পরশ এ তথ্য জানান।
মহামারির কঠিন সময়ে বেকার যুবকদের ভাগ্য বদলের পরিকল্পনা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানিয়েছেন, বেকার যুবকদের পাশাপাশি যারা কাজ হারিয়ে দেশে ফিরছেন তারা যাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য যুবলীগ সহায়তা করতে চায়।
যুবলীগ চেয়ারম্যান জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে যুবলীগ ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। যুবলীগ সারাদেশে বেকারদের তালিকা করার কাজটি করছে।
মহামারির সময়টিকে কাজ করার সুযোগ হিসেবেই দেখছেন যুবলীগ চেয়ারম্যান। এখন জাতীয়তাবোধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করার সময়। দুর্নীতির বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার থাকবে বলেও জানান পরশ।
তিনি বলেন, অনেকদিনই হয়ত এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তাই গবেষণার ওপরও গুরুত্ব দিতে চায় যুবলীগ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি