ওসমানীর ল্যাবে দুই চিকিৎসকসহ ৬৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

ওসমানীর ল্যাবে দুই চিকিৎসকসহ ৬৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার আরও ৬৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) ল্যাবে ২৮৯ টি নমুনা সংগ্রহ করে ১৮৮ নমুনা পরীক্ষা করা হলে ৬৭ জনের করোনা শনাক্ত হয়।

নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৫৫ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ