কুলাউড়ায় এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

কুলাউড়ায় এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়ায় ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার’ উদ্যোগে ১ম ধাপে এসএসসিতে উত্তীর্ণ ১৪ জন এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে উপজেলার নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজ, কানিহাটি উচ্চ বিদ্যালয় হাজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও টিলাগাঁও এ এন উচ্চ বিদ্যালয়ের ১৪ জন এ+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নবাবজাদা আলি ওয়াজেদ খান বাবু।

নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল করিম কয়ছর এর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক রেজাউল হাসান রাজু পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক নেতা হোসেন মনসুর, কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জলিল আহমদ, এমপির বিশেষ সহকারী সোহেল আহমদ, অফিস সহকারী শেখ রুহেল আহমদ, অধ্যক্ষ প্রবাত চন্দ্র শর্মা, ফজল উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক ফুল মিয়াসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

জানা গেছে, কুলাউড়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে ধাপে ধাপে কুলাউড়ার সকল শিক্ষা প্রতিষ্টানের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ