ছাতকে সিংচাপইড় ইউনিয়ন ছাত্রলীগ ও জয়বাংলা ছাএ কল্যান পরিষদের উদ্যোগে শুকনো খাবার বিতরণ

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন ছাত্রলীগ ও জয়বাংলা ছাএ কল্যান পরিষদের উদ্যোগে শুকনো খাবার বিতরণ

 ছাতক প্রতিনিধি : ছাতকের সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদ আলীর ভাই যুক্তরাজ্য প্রবাসী জুবেদ আলীর ব্যক্তিগত অর্থয়ানে সিংচাপইড় ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। খাবার বিতরন কালে উপস্থিতি ছিলেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদ আলী , ৪নং ওয়ার্ডের সদস্য মহিম মামা ,যুবলীগ নেতা সাচ্চু , গোলানুর ভাই, ছাত্রলীগ নেতা নুরুল আমিন রউশন , এবং জয় বাংলা ছাত্রকল্যাণ পরিষদ এর সভাপতি আবু বকর সাজু,সাধারণ সম্পাদক জুয়েল আহমদ,সিনিয়র সহ সভাপতি সাকিব আহমদ,সহ সভাপতি সালেখ আহমদ, কোষাধ্যক্ষ সাব্বির আহমদ, যুগ্ম সম্পাদক সম্পাদক আদনান কামরান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ