গোলাপগঞ্জে একই পরিবারের ৭জনসহ নতুন আক্রান্ত ১৩

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০

গোলাপগঞ্জে একই পরিবারের ৭জনসহ নতুন আক্রান্ত ১৩

গোলাপগঞ্জে একই পরিবারের ৭জনসহ নতুন আক্রান্ত ১৩গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে একই পরিবারের ৭জন সহ নতুন ১৩জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। বৃস্পতিবার রাতে তাদের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ তথ্য নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেকিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন।

নতুন আক্রান্ত ১৩জনের মধ্যে ১৮জুলাই করোনায় মৃত্যুবরণকারী ভাদেশ্বর ইউপির মীরগঞ্জ শেখপুর গ্রামের হেলাল উদ্দিনের পরিবারের নারী ও শিশুসহ ৭জন রয়েছেন।

নতুন আক্রান্তরা- হেলাল উদ্দিনের পরিবারের রেহানা বেগম (৫০), ঝুমা বেগম (২৮), সাদিয়া বেগম (১৫), শিল্পী বেগম (৪০), রিপা বেগম (২৮), রাজু আহমদ (৩৬) ও শিশু রায়হান (৩)। এছাড়াও আমুড়া ইউপির ডামপাল গ্রামের ছায়েফ উদ্দিন (৬৮), গঙ্গালতা গ্রামের শাপু বেগম (৪৩), ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামের আব্দুর রহমান (৩৩), ফারহানা আক্রার (৬৪), বাঘা ইউপির রস্তমপুর গ্রামের আনু মিয়া আব্দুল মান্নান (৩৭) ও শফিকুর রহমান (৪২) নামে এক ব্যক্তি রয়েছেন।

এনিয়ে উপজেলায় মোট আক্রান্ত ২০৪জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মোট সুস্থ ১১৪জন ও মৃত্যুবরণ করেছেন ৯জন।