সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০
অনলাইন ডেস্ক :;
কলকাতায় একটি ডেন্টাল কলেজের হোস্টেল থেকে এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মানসী মণ্ডল নামে ওই চিকিৎসক দ্বিতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি (পিজিটি) শিক্ষার্থী। পুলিশের ধারণা, ২৬ বছরের ওই চিকিৎসক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে মৌলালির রফি আহমেদ ডেন্টাল কলেজে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। ছাত্রী হোস্টেলে ওই চিকিৎসকের রুমের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।এ সময় তার রুমে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তবে সেখানে আত্মহত্যার স্পষ্ট নয়।
হাসপাতাল সূত্র জানায়, এদিন সকালে তিনি ফোনে কথা বলেছেন সহপাঠীদের সঙ্গে। সকাল সোয়া ৯টার দিকে তিনি এক সহপাঠীকে বলেন, তার কলেজ যেতে দেরি হবে। তিনি সামান্য অসুস্থ বোধ করছেন। ওষুধ খেয়েছেন। সামান্য বিশ্রাম নিয়ে তার পর তিনি কলেজে যাবেন। কিন্তু দুপুর পর্যন্ত তিনি কলেজে না যাওয়ায় সন্দেহ হয় ক্লাসের অন্য শিক্ষার্থীদের। তারা ফোন করতে থাকেন। কিন্তু ফোন না ধরায় তার ঘরের সামনে হাজির হন।
দেখা যায়, ঘর ভেতর থেকে বন্ধ। বার বার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে হোস্টেল সুপারকে জানান শিক্ষার্থীরা। তিনি নিজে এসে ডাকেন। তার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি এন্টালি থানায় খবর দেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি