সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২০
অনলাইন ডেস্ক :;
রাজধানীতে একদল মাদককারবারির সঙ্গে র্যাবের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার সকালে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব-১ এর অধিনায়ক শাফি বুলবুল যুগান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিয়াবাড়ী এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাবের গোলাগুলির সময় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের একজন সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ টি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, নিহতরা বড় ধরনের মাদককারবারি। তারা রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতেন। তারা ৫০ জন ডিলারকে তত্ত্বাবধান করতেন। তাদের নামে মামলাও রয়েছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কয়েকটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এসময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ওই ২ জন নিহত হয়। বাকিরা পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি