মোগলাবাজারে রাহিদ খুনের প্রধান আসামী আতিক গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

মোগলাবাজারে রাহিদ খুনের প্রধান আসামী আতিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: এসএমপির মোগলাবাজার থানার সোনাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে রাহিদ মিয়ার (২৫) হত্যা মামলার প্রধান আসামী আতিক মিয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আতিক মিয়া সোনাপুর গ্রামের মৃত চান মিয়ার পুত্র।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সোনাপুর গ্রামে মার্বেল খেলা থেকে তুলে নিয়ে রাহিদ মিয়াকে পূর্ব বিরোধের জেরে মারপিট করে গুরুতর আহত করে। পরে তার চিৎকার শুনে আত্মীয়স্বজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নং- ১৩ (২৩.০৭.২০২০)। এ মামলার প্রধান আসামী আতিককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ