সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২
সিলনিউজ ডেস্ক:; দেশে অনুকূল পরিবেশে যখন শুদ্ধ বাংলা চর্চায় আগ্রহ নেই অনেকের, তখন একদল প্রবাসী দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী শিশু-কিশোরের মধ্যে বাংলা ভাষার চর্চা ধরে রাখতে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তারা বলছেন, প্রয়োজনীয় বইপত্রের অভাব এবং অভিভাবকদের মধ্যে অনাগ্রহের কারণে প্রবাসে বাংলা চর্চা বেশ কঠিন। এজন্য দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তারা।
বিষয়টি নিয়ে সিডনি বাঙালি কমিউনিটি ইনক্, অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক সেলিমা আহমদ বলেন, এরই মধ্যে আমরা অস্ট্রেলিয়ায় বাংলাদেশি হাইকমিশনের সঙ্গে কথা বলেছি। ওনারদের জানিয়েছি এ ব্যাপারে তাদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হাইকমিশন এখানে অনেক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাই প্রবাসে শুদ্ধ বাংলা চর্চার ক্ষেত্রে যদি কোনো উদ্যোগ করেন ও আলাদা সেল গঠন করে আমাদের সহযোগিতা করে- সে ক্ষেত্রে বিষয়টি সহজ হবে।
কানাডায় বাংলা স্কুল সাসকাতুন-এর শিক্ষক মো. মিজানুর রহমান বলেছেন, সাপ্তাহিত ছুটির দিনগুলোতে আমরা শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা চর্চার বিষয়ে আলাদা উদ্যোগ নিয়েছি। যদিও সময়-সুযোগ মিলিয়ে ততটা সাড়া মেলেনি। এ নিয়ে অভিভাবকদের আরও বেশি যত্নশীল হওয়া দরকার।
মালয়েশিয়ায় আর্ট কালচার ল্যাঙ্গুয়েজ সেন্টার কুয়ালালামপুরের নুসরাত শারমীন বলেন, আমরা এখানে আর্ট কালচার ও ল্যাঙ্গুয়েজ শিক্ষা নিয়ে আমরা দু’বছর ধরে কাজ করছি। শুদ্ধ বাংলা চর্চা নিয়ে আমরা মালয়েশিয়াতে আলাদাভাবে বাংলা কমিউনিটির শিশু-কিশোরদের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের উপলব্ধি প্রবাসে শুদ্ধ বাংলা চর্চা এগিয়ে নিতে দরকার সহযোগিতা।
উল্লেখ্য, এভাবে বিভিন্ন দেশের বাংলা কমিউনিটিতে শুদ্ধ বাংলা চর্চা নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে। যদিও সংশ্লিষ্টদের দাবি, এ বিষয়ে শিক্ষার্থীদের আরও বেশি আন্তরিক ও অভিভাবকদের সদিচ্ছা দরকার। পাশাপাশি হাইকমিশনগুলোকেও সহযোগিতার হাত বাড়াতে। তাতেই প্রবাসে শুদ্ধ বাংলা চর্চা আরও বেশি গতি পাবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম চর্চা হবে শুদ্ধ বাংলার।
এবিএ/১৭ ফেব্রুয়ারী
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি