লালবাজারে শাহজালাল রেষ্টুরেন্টের উদ্বোধন

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

লালবাজারে শাহজালাল রেষ্টুরেন্টের উদ্বোধন

সিল-নিউজ-বিডি ডেস্ক :: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারে শাহজালাল রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমআ রেষ্টুরেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী।

এসময় তিনি বলেন, আল­াহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। সৎ ভাবে ব্যবসা পরিচালনা করলে লাভবান হওয়া সম্ভব। বর্তমান দেশের প্রেক্ষাপটে সবাইকে উদ্যোক্তা হতে হবে। করোনাকালীন সময়ে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে রেষ্টুরেন্ট পরিচালনা করার জন্য শাহজালাল রেষ্টুরেন্ট এর পরিচালক রুবেল আহমদ রানাকে আহ্বান জানান। সকলকে মাস্ক ব্যবহার করে, শারিরীক দুরত্ব বজায় রেখে ও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান চেয়ারম্যান মুমিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জজ কোর্টের এডভোকেট মামুনুর রশিদ, সাংবাদিক আজমল আলী, লালবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ খান, সহ সাধারণ সম্পাদক সাহেদ আহমদ, ব্যবসায়ী মিজানুর রহমান, সুলেমান সিদ্দিকী, শামীম আহমদ, ছাত্রলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আলীম উদ্দিন।