সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০
খেলা ডেস্ক :: ফুটবলারদের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতেই ব্যালন ডি’অর দেয়া হয়। ১৯৫৬ সাল থেকে প্রতিবছর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।
কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে গত তিন মাস খেলাধুলা বন্ধ থাকায় প্রায় ৬৪ বছর পর এই প্রথম ব্যালন ডি’অর না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ম্যাগাজিন।
ফ্রান্স ম্যাগাজিনের হঠাৎ এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি ইংল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডেইলি সান। তারা দাবি করেছে মেসি সপ্তমবার ব্যালন ডি’অর পুরস্কারের জন্য উপযুক্ত ছিলেন।
পরিসংখ্যানও মেসির পক্ষেই কথা বলছে। আর্জেন্টাইন এ তারকা ফুটবলার চলতি মৌসুমে লা লিগায় একের পর এক রেকর্ড গড়েছেন। জিতেছেন রেকর্ড সপ্তমবারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি। লা লিগায় ২৫টি গোল করে ৮.৭১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন মেসি।
২০ ম্যাচে ২৫টি গোল করে ৮.১৪ রেটিং পয়েন্ট নিয়ে মেসির ঠিক পরেই আছেন কিলিয়ান এমবাপ্পে। ৩১ ম্যাচে ৩৪ গোল করে ৮.১৩ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে রয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার রবার্ট লেওয়ানডোস্কি। ৩০ ম্যাচে ৩০টি গোল করে ৭.৯১ রেটিং পয়েন্ট নিয়ে চারে অবস্থান ক্রিশ্চিয়ানো রোনালদোর।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি